বিটিভিতে ফ্যাসিবাদের বিদায়” শীর্ষক বিশেষ টক শো
স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কাল বুধাবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ” সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিদায় ” শিরোনামের বিশেষ আলোচনা অনুষ্ঠান।
সাংবাদিক নিশা মাহমুদার সঞ্চালনায় বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাংবাদিক আহমেদ তেপান্তর, সাংবাদিক মোস্তফা মতিহার।
শিল্পী ও কলাকুশলীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সঙ্গ দিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করার পাশাপাশি সংস্কৃতিকর্মীদেরকে গোটা দেশের মানুষের সামনে ভিলেনের রূপে তুলে ধরেছেন। ফ্যাসিবাদের দোসর বিতর্কিত শিল্পী ও কলাকুশলীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান অনুষ্ঠানের আলোচকরা।
সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, গত ১৬ বছর শিল্পীরা রাজনৈতিক দোষে দুষ্ট হয়ে একটু একটু করে কলুষিত হয়ে গেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের রাজনীতির পরিমিতিবোধ থাকা উচিত উচিত। এই পরিমিতিবোধের অভাবেই আজকে শিল্পীরা বিতর্কিত। শিল্পী পরিচয়ে কেউ নিজেকে রাজনৈতিক কর্মী মনে করবে না এটাই আগামী দিনে প্রত্যাশা করব। শিল্পীদের শৈল্পিকসত্তা সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। তবেই শিল্পচর্চা বিবেকের দন্ড হতে পারবে।
সোসি /মোআলি / ঢাকা /১৩/বিনোদন

