বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ব্লাড মুন?
পূর্ণিমা অসাধারণ এক দৃশ্য। কয়েকশ বছর আগে যখন বিদ্যুতের আলো ছিল না তখন পূর্ণিমা ছিল আকাশের সবচেয়ে চমৎকার দৃশ্য, যা রাতের বেলায় আশপাশকে আলোয় ভরিয়ে দিত। পূর্ণিমার সঙ্গে এবার যোগ হয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশ থেকে দেখা যাবে। এ চাঁদকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’।
প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এ গ্রহণ সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। গ্রহণ নিয়ে প্রচলিত আছে নানান পৌরণিক উপকথাও।
বাংলাদেশে চন্দ্রগ্রহণের কখন ?
বাংলাদেশে স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একইদিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।
রাতের আকাশে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন বা রক্তিম চাঁদ, ২ গ্রহ শনি ও নেপচুন একসঙ্গে দেখতে পারাটা বিরল ঘটনা। কারণ পৃথিবীতে এমন মহাজাগতিক দৃশ্য সচরাচর ঘটে না। তাই দুর্লভ এ দৃশ্য দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। আর সরাসরি চোখে দেখার সুযোগ ঘটবে বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষের। মেঘমুক্ত আকাশে মহাজাগতিক দৃশ্য স্পষ্ট দেখতে বাইনোকুলার, ছোট টেলিস্কোপ, স্মার্ট ফোন, ক্যামেরা ব্যবহার করতে পারেন।

