বন্যা প্লাবিত এলাকায় ঈদ উপহার নিয়ে গেলেন নাদিম
ঢাকাই সিনেমার চিত্রনায়ক নাদিম।২০১২ সালে ‘তোমার সুখে আমার সুখ ‘সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে।তিনি সিনেমায় আসার আগে মডেলিং এবং রাম্প শো করতেন।দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি।সবশেষ কাজী হায়াৎ পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘বীর ‘ সিনেমায় কাজ করেন।
বর্তমানে নাদিম অবস্থান করছেন নিজ গ্রাম শরীয়তপুরে।এবং সেখান থেকে একটু পায় হাঁটা গ্রামগুলোতে যেখানে বন্যা প্লাবিত হয়েছে নিজ হাতে তিনি ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন।আজ সকাল ছয়টা থেকে প্রায় দেড়শো বাড়িতে তিনি এই উপহার পাঠিয়েছেন এবং আরো ৬০-৭০ টি বাড়িতে পৌঁছে দিবেন নিত্য প্রয়োজনী সামগ্রী।এই মহান কাজে তার সাথে যুক্ত ছিলেন কানাডিয়ান প্রবাসী ব্যাবসায়ী নাসির কাসেম।

বিষয়টি নিয়ে নাদিম ফেসবুকে লেখেন ,আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের গ্রামের দরিদ্র অসহায়,নদী ভাঙ্গা ও বন্যা প্লাবিত মানুষের জন্য প্রায় 200 টি পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বড় ভাই কানাডা প্রবাসী দানবীর নাসির কাসেম প্রতি সঠিক পরামর্শ এবং সহযোগিতা করার জন্য।ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমার গ্রামের ছোট ভাই বন্ধুদের যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ পৌছে দিয়েছেন।হে আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস, নদী ভাঙ্গন এবং বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করুন ! আমিন।স্থান:-কাথুরিয়া,পালেরচর, জাজিরা, শরীয়তপুর।
ডেইলি বাংলাদেশ টাইমকে নাদিম আরো বলেন ,আমি খুব খুশি যে তাদের পাশে দাঁড়াতে পেরে এবং ধন্যবাদ জানাই প্রিয় নাসির কাসেম ভাইকে তিনি তার সাহায্যের হাত বাড়িয়েছেন এবং তিনি তার মহানুভূতির পরিচয় আবার দিলেন।আমাদের এই কার্যক্রম চলতেই থাকবে আগামীতে।