নিউইয়র্কে সেরা উপস্থাপক দেবাশীষ বিশ্বাস
ঢাকাই সিনেমার নির্মাতা এবং উপস্থাপনার শীর্ষ অবস্থান করা ‘একের ভিতরে সব ‘ খ্যাতি পাওয়া জনপ্রিয় পরিচালক দেবাশীষ বিশ্বাস। ‘শ্বশুরবাড়ী’ খ্যাত বাংলাদেশ মিডিয়াপাড়ার এই ব্র্যান্ডটি গত ২৪ বছর ধরে দেশের মানুষকে নানাভাবে বিনোদিত করে আসছে। যেমন সিনেমায় মুন্সিয়ানা দেখিয়েছেন তেমনি আছেন উপস্থাপনায় এমনকি নিজের গানের কন্ঠে মাতান দেশের মানুষকে।
উপস্থাপনা, নির্মাতা, এবং গায়কি তাকে এনেছেন তারকাখ্যাতির আকাশডানার উচ্চ চূড়ায়। পেয়েছেন মানুষের ভালোবাসা এবং পেয়েছেন কাজের বিপরীতে সম্মান ও পুরস্কার।
সম্প্রতি ‘ভালোবাসা জিন্দাবাদ’ খ্যাত এই নির্মাতা সম্মানিত হয়েছেন। প্রায় দেশ থেকে ৮২০০ মাইল দূরের মানুষ তাকে এই সম্মাননা প্রদান করেন। জানা যায় আমেরিকার নিউইয়র্কে শহরে গতকাল আইকনিক স্টার ফ্যাশন অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড’ প্রোগ্র্যাম হয় আর সেখানেই তিনি সেরা উপস্থাপক হিসেবে অ্যাওয়ার্ড পান।
এই প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস ডেইলি বাংলাদেশ টাইম কে আমেরিকা থেকে জানান, অশেষ জানাই ধন্যবাদ এটিভি এবং বিশেষ ধন্যবাদ পিয়াল হোসাইনকে। আমাকে এতটা সম্মানিত করার জন্য। দীর্ঘ ২৪ বছর ধরে আমি উপস্থাপনা করে আসছি, এই পথটি এতটা সহজ ছিলনা। তবে সেরাটা হতে গেলে লম্বা একটি স্ট্রাগল থাকে, যেটি সাথেই ছিল আমার, ২৪ বছর সময়টি কম নয়।
তিনি আরো বলেন, নিজেকে সেরা আমি কখনোই ভাবিনি তবে সেরাটা হবার চেস্টা করি তার জন্যই হয়তো সেরা হই সবার ভালোবাসায় আর এটাই পাওয়া।
নতুন কাজের প্রসঙ্গে তিনি বলেন, নতুন কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে এবং ডিজিটাল প্লাটফর্ম নিয়ে বছরের শেষে কিছু শুরু হবে। এছাড়া তুমি যেখানে আমি সেখানে সিনেমাটি শেষের পর্যায় আছে, সেটির কাজ শুরু হবে অতিদ্রুত।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস বাংলাদেশের খ্যতিমান চলচ্চিত্র নির্মাতা দিলীপ বিশ্বাসের ছেলে। দেবাশীষ বিশ্বাস ২০০১ সালে ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়। এরপর নির্মাণ করেছেন ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, টক ঝাল মিস্টি,চল পালাই, শ্বশুরবাড়ী জিন্দাবাদ – ২। এছাড়াও উপস্থাপক হিসেবে তার ব্যাপক খ্যাতি রয়েছে। ‘পথের প্যাঁচালি’ ও‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ উপস্থাপনার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে খ্যাতি পান। তার নিজস্ব প্রযোজনা সংস্থার নাম ‘গীতি চিত্রকথা’।