বিনোদন

ফিরছেন ইমন

Share this:

গত মার্চ ২০ থেকে শুটিং করছেন না মডেল ও অভিনেতা ইমন। অবসরের পুরো সময় শরীরচর্চা, বই পড়া আর পরিবারকে সময় দিয়েই দিনাতিপাত করছেন; কিন্তু সম্প্রতি শুটিং শুরু হয়েছে।

নিয়ম মেনে অনেকেই শুটিং করছেন। তাই তিনিও শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেটি এখনই নয়। আগামী মাস থেকে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। খুব চিন্তাও হচ্ছে; কিন্তু এভাবেই বা কতদিন বসে থাকব? যেহেতু অভিনয়টাকে পেশা হিসেবে নিয়েছি, তাই বারবার কাজের প্রস্তাব ফিরিয়েও দেয়া যায় না। পরিকল্পনা করছি আগামী মাসে কাজে ফেরার।

সবকিছু নির্ভর করবে চলতি মাসের বাকি দিনগুলোর ওপর। অভিনয়ে ফেরার জন্য আমার মনও আনচান করছে।’ করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত কয়েকটি ছবির শুটিং করছিলেন এ অভিনেতা।

এগুলো হল সৈকত নাসিরের পরিচালনায় ‘আকবর : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’, ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’, সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, অঞ্জন আইচের ‘আগামীকাল’ ও ‘কানামাছি’।

এ ছাড়া আগামী সপ্তাহে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন ইমন। পাশাপাশি আগামী কোরবানি ঈদের কয়েকটি টিভি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *