রিজিয়া-সেলিমের গানে মুগ্ধ প্রবাসী নিউইয়র্কবাসী
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো সঙ্গীতপ্রেমীদের প্রতীক্ষিত অনুষ্ঠান ‘স্বর্ণালী গানের আসর’। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত এই মনোমুগ্ধকর আয়োজন মাতিয়ে তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম ইব্রাহিম, রিজিয়া পারভীন ও শাহনাজ বেলী। গত সপ্তাহে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এই আসরে বাংলা গানের সুরে মুখরিত হয় প্রবাসী অঙ্গন।
অনুষ্ঠানের একপর্যায়ে খ্যাতনামা সংগীতশিল্পী রিজিয়া পারভীনের আহ্বানে মঞ্চে ওঠেন সেলিম ইব্রাহিম। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। দু’জনের যুগল পরিবেশনায় পুরো অনুষ্ঠানপ্রাঙ্গণ উৎসবে পরিণত হয়।
নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্ম নেওয়া সেলিম ইব্রাহিম শৈশব থেকেই সংগীতপ্রেমী। মাত্র তৃতীয় শ্রেণিতেই তিনি সংগীতে প্রথম পুরস্কার অর্জন করেন। সংগীতের প্রাথমিক শিক্ষা নেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত পিন্টু ভট্টাচার্যের কাছে। পরবর্তীতে কায়েকোবাদ সাংস্কৃতিক পরিষদে গান ও নাটক পরিবেশন করেন এবং সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দেশে অবস্থানকালে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেশ কয়েকটি অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুক্ত ছিলেন। প্রবাস জীবনে এসেও থেমে থাকেননি; নিউইয়র্কের সদরঙ ওয়ার্ল্ডওয়াইড মিউজিক সেন্টারে গুরু তপন কান্তি বৈদ্য-এর কাছে দীর্ঘ ১০ বছর ক্ল্যাসিক্যাল সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি নিউইয়র্কে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিতভাবে পারফর্ম করছেন।
রিজিয়া পারভীনের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে সেলিম ইব্রাহিম বলেন,
“রিজিয়া পারভীনের মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা আমার জন্য এক বিরাট গর্বের বিষয়। আমরা প্রবাসে থেকেও বাংলা গানকে জীবিত রাখার চেষ্টা করছি, যেন আগামী প্রজন্ম আমাদের সংগীত ঐতিহ্যকে জানতে ও ধারণ করতে পারে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোটাইম মিউজিকের কর্ণধার খাইরুল ইসলাম খোকন, কেবি মাল্টিমিডিয়ার কর্ণধার কামরুজ্জামান বকুলসহ প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শিল্পী সেলিম ইব্রাহিম নিজেই।

