আইল কাটার অপসংস্কৃতি বন্ধ হোক
যত দিন যাচ্ছে তত মনে হয় মানুষের নৈতিকতা, মূল্যবোধ, সততা হারিয়ে যাচ্ছে। পেশিশক্তির প্রয়োগ সর্বজায়গায় পরিলক্ষিত। গ্রাম থেকে শহর সব জায়গায় যেন সীমানা নিয়ে ঝামেলা বেড়েই চলছে। গ্রামে সীমানা নিয়ে ঝগড়া-বিবাদ যেন মহামারীর রূপধারণ করেছে। প্রায়ই গণমাধ্যমে শিরোনাম হয় এসব ঝগড়া-বিবাদ। বিবাদে জড়িয়ে অনেকের জীবন চলে যাচ্ছে। একটা বিষয় লক্ষণীয় এই ঝগড়াফ্যাসাদগুলো বেশির ভাগ দুই-তিন ইঞ্চি বা এক-দেড় হাত জমির জন্য হয়ে থাকে। সমাজে যাদের পেশিশক্তি বেশি তারা অন্যায় করলেও যেন জিতে যায়। অপর পক্ষ তুলনামূলক দুর্বল হওয়ার কারণে পেশিশক্তির কাছে হারিয়ে যায়।
অন্যায়ভাবে অন্যোর জমির আইল বা সীমানা কেটে নেওয়া অপরাধ। মানুষ মরে গেলে সাড়ে তিন হাত জায়গার বেশি কিন্তু কেউ নিতে পারে না। অনেক ক্ষেত্রে শেষ ঠিকানা আর নিজের জায়গাতেও হয় না। সমাজের নির্দিষ্ট কবরস্থান বা সরকারি কোন জায়গাতেই দাফন হতে হয়। তাই সবার কাছে আকুল আবেদন- এ ক্ষণস্থায়ী জীবনে একটু জমি-জায়গার জন্য ঝগড়াফ্যাসাদ বন্ধ করুন। সমাজে সকলে একত্রিতভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করুন। একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। ভালোবাসা আর সম্প্রীতিতে গড়ে উঠুক আমাদের ভবিষৎ প্রজন্ম।