স্বাধীনতা স্মৃতি পদক ২০২২ পেলেন আনন্দ কির্তানীয়া
অসহায় দুস্থ মানুষের জন্য যার লড়াইটা সবসময়ের। যিনি খ্রিস্টান মানবকল্যাণে নিজেকে উর্সসগ করেছেন চারকুলে। যার সাহায্যে সকল দূর্যোগে মহামারীর পরিস্থিতি নগত অর্থ সহযোগিতা ও ত্রান দিয়ে এসেছেন, তিনি আর কেউ নন যার গল্প শুনছিলেন তিনি হচ্ছেন গোপালগঞ্জে জেলার সমাজসেবক ও দানবীর আনন্দ কির্তানীয়া।

বহুগুণের এই মানুষটি ছোটবেলা থেকেই ঈশ্বরের জন্য নিজেকে উৎর্সগ করেছেন। করেছেন সবার মাঝে নিজেকে বিলি। এই মহান মানবীয় বৈশিষ্ট্যের মানুষটি সবসময় নিজেকে সামাজিক কাজে নিজেকে রেখেছেন। আর সেই কাজের জন্য পুরস্কৃত হলেন এবার। গত জানুয়ারী মাসে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে মানব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্বর্ন পদক সন্মাননা পেয়েছেন। , কাল আবার একই ক্যাটাগরিতে অন্য একটি প্রতিষ্ঠান থেকে আবার বিশেষ সম্মাননা পেয়েছেন,কাল বিকাল ৪ঃ০০ মিনিটে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে (শেরাটন হোটেল) সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনক ধন্যবাদ জানান মহান ঈশ্বরকে।

তিনি বলে আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন এভাবেই মানুষের সেবায় এবং মহান ঈশ্বরের গৌরবেট জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ।
তিনি আরো বলেন, মানব ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গত জানুয়ারী মাসে গোল্ডেন পদক অর্জনের পর আবার আজ একই বিষয়ে “স্বাধীনতা স্মৃতি পদক ২০২২” অর্জন সত্যিই অনেক আনন্দের। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উপস্থিত থেকে সন্মাননা গ্রহন করা আমার জন্য সত্যিই স্বপ্নের মত। এই গৌরম মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের। যারা আমাকে ভালো কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং যারা আমার সাফ্যলে ইর্ষান্বিত তাদেরকেও ধন্যবাদ জানাই৷ তাদের কারনেই আমি সৎ ও নিষ্ঠার সাথে মানুষের কল্যানে এবং মহান ঈশ্বরের গৌরবের জন্য কাজ করে যেতে পারছি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক সহ আরো অনেকে। ধন্যবাদ।
