অমিত হাসানের নেতৃত্বে এক বছরের ফিল্ম ক্লাবের হালচাল!
গত বছর ডিসেম্বর মাসে এক বছরের মেয়াদে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন হয়। সেখানে নির্বাচিত হয় একবছর মেয়াদী ফিল্ম ক্লাবের নির্বাচনে সভাপতি পদে অমিত হাসান।সাথে তার পুরো প্যানেল জয়ী হয়।
এক বছরের মেয়াদ শেষ হতে এখন কয়েকদিন বাকি। তবে করোনার জন্য নির্বাচন ঠিক কবে নাগাত হবে সেটা বলা মুশকিল সরকারের তরফ হতে গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত।
তবে এবার এবার দাড়াচ্ছেন না নির্বাচনে অমিত হাসান।তার সাথে কথা হলে ডেইলি বাংলাদেশ টাইম কে জানান,ফিল্ম ক্লাবে আমার নেতৃত্বে নির্বাচন করে আমি প্রেসিডেন্ট সহ ফুল ক্যাবিনেট আমরা পাস করি। বাংলাদেশের সব ক্লাবের সিস্টেম ১ বছর মেয়াদী। ডিসেম্বরের ৩০ তারিখে নির্বাচন হতে হবে। কিন্তু এবার করোনার জন্য সরকারি পারমিশন না পাওয়ায় নির্বাচন হয়নি।
যতদিন নির্বাচন না হবে বর্তমান কমিটি থাকবে।আমি প্রেসিডেন্ট হবার পর আমাদের নিজস্ব ভবন কাকরাইলের ফ্ল্যাটটি ভাড়া দিয়ে নিকেতন গুলশান ক্লাব নিয়ে আসি। এবং বড় আকারে ক্লাবটাকে সাজিয়েছি সুন্দর পরিবেশ তৈরি করেছি।।নির্বাচন বোর্ড তৈরি করা হয়েছে এর প্রধান হচ্ছে মুশফিকুর রহমান গুলজার। সরকারি পারমিশন পেলে এই নির্বাচনের ঘোষণা করা হবে।
তবে আগামীতে আমি দাঁড়াচ্ছে না।। নিজস্ব ব্যস্ততার কারণে। ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছিলেন। পাশাপাশি আমার ফুল ক্যাবিনেট কে পাস করিয়ে ছিলেন।