ভ্যাকসিন নিলেন ফ্যাশন কুইন বুলবুল টুম্পা
বাংলাদেশ এর শোবিজ এবং মডেলিং জগতের আকাশে বুলবুল টুম্পা একটি তাঁরার নাম। যে তাঁরাটি উঠেছিল আজ থেকে যুগ আগে।তিনি এখন দেশের মডেলিং ও কোরিওগ্রাফীতে বেশ সুনামের সাথেই কাজ করে যাচ্ছেন। দেশের ফ্যাশন ও মডেলিং ও র্যাম্পকে গুটি গুটি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের গন্ডি পাড় করে অন্যত্র দেশে।
বর্তমানে করোনা ভাইরাসের জন্য বন্ধ আছে ফ্যাশন শো এবং বিভিন্ন পণ্যের বিগ বাজেটের সব ফটোশুটও।করোনার আক্রমণ এর প্রভাব বাংলাদেশের ফ্যাশন ইন্ড্রাস্ট্রির উপরে পরেছে বেশ ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে অনেকের মতেই আবার সব কিছু পরিবর্তন হতে পারে যদিও একটু সময় লাগতে পারে।
সম্প্রতি এই ফ্যাশন কুইন বুলবুল টুম্পা করোনার ভ্যাক্সিন নিলেন। ভ্যাক্সিন নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ টিকা গ্রহণ করলাম ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়াকে। তার জন্য এগিয়ে যাচ্ছে দেশ। এত তাড়াতাড়ি ভ্যাক্সিন নেয়া সম্ভব হয়েছে শুধু আমাদের মাত্র আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্য। ধন্যবাদ জানাই আমি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মাত্র ১৫ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন। তিনি এখন দেশের নামিদামি মডেলিং কোরিওগ্রাফার মধ্যে একজন। তার হাত ধরে অনেকেই এই অংগনে প্রতিষ্ঠিত হয়েছেন।এবং তার একটি মডেলিং গ্রুমিং স্কুল রয়েছে।