ইউবিডিসি’র শুভেচ্ছা প্রদান
(অরণ্য শোয়েব)-একটা পানির বোতল এই শহরে কিনে খেতে হলেও এক ব্যাগ রক্ত সহজেই পাওয়া যায় ঝামেলা ছাড়াই।বাংলাদেশে এমন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন হরহামেশাই চোখে পরে যারা এই সহজ কাজটি আরো একটুই সহজ করে তোলে একজন রক্ত প্রয়োজন ব্যাক্তির কাছে।বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর এ ঠিক এমনি একটি সংগঠন আছে যারা সারা বছর রক্ত প্রদান করেন, নাম ‘উজিরপুর ব্লাড ডোর্নাস ক্লাব’ -ইউবিডিসি। এই ব্ল্যাড ক্লাবের কাজ হচ্ছে সকল ধরনের রক্ত প্রয়োজন থাকলে সেটি রোগীর কাছে পৌছে দেয়া। এই সংগঠনটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনকে দিন।

আজ এই উজিরপুর ব্লাড ডোর্নাস ক্লাব’ -ইউবিডিসির একটি কার্যক্রম সম্পাদন করলেন। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহ ৭ নং ওর্য়াডের নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উক্ত সংগঠনটি। শুভেচ্ছা প্রদান সভায় উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল হালিম সরদার, ইউপি সদস্য
এবং মোঃ কবির হোসেন ও লিমা বেগম। আরো উপস্থিত ছিলেন, ইমরান নাজির শান্ত (প্রতিষ্ঠাতা পরিচালক) সিফাত তালুকদার (এডমিন),পাভেল আহমেদ
সিফাত(এডমিন),রুম্মান হোসেন সানি (এডমিন),তরিকুল ইসলাম (মডারেটর),ইসতিয়াক আহমেদ রোহান(মডারেটর),ইমন ইসলাম নাদিম(মডারেটর),সাকিব হাসান (মডারেটর),মাসুম সরদার, সচিন দাস,পারভেস মৃধা,সাইফুল ইসলাম, হাসান ইমাম শান্ত,শাহাবুদ্দিন সজীব,মোরসালিন ইসলাম শাকিল, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান নাজির শান্ত ডেইলী বাংলাদেশ টাইম কে বলেন, আমাদের এলাকায় নবনির্বাচিত ইউপি সদস্য ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মহাদয়কে ফুলেল শুভেচ্ছা বিনিময় সভা ছিল মূলত।এবং আমাদের নতুন ও পুরাতন সদস্যদের পরিচিতি ও মাসিক সভা ছিল।
শান্ত আরো বলেন, আমাদের প্রধান কাজই হচ্ছে সমাজসেবা করা এর মূল লক্ষ হচ্ছে রক্তের বিনিময়ে একটি জীবন বাঁচানো।